শিলচর শহরে জমাজল নিয়ে পুরসভা কার্যালয়ে ধরনা তৃনমূলের

বরাক তরঙ্গ, ২০ জুন : শিলচর পুর এলাকায় অপরিকল্পিত এবং অগণতান্ত্রিক ভাবে নালার নির্মাণ কাজ ও খনন প্রক্রিয়ার ফলে যে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনই অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে ধরনা কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পুরসভা কার্যালয়ের সামনে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক ধরনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ  সুস্মিতা দেব, কাছাড় তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব সহ জেলা ও ব্লক স্তরের নেতৃবর্গরা। পরবর্তীতে সভাপতির নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত সুপার সুব্রত সেন এবং অতিরিক্ত কার্যনির্বাহী বিষয়ার উপস্থিতিতে দাবিপত্র প্রদান করা হয়।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে পুরসভা চত্বরে ধরনা দেওয়া হয়। ঘন্টা দুয়েক ধরনা চলাকালীন, সুস্মিতা পুরসভাকে ঘিরে এভাবে গুরুতর অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে শিলচরের সাংসদ এবং বিধায়ক অন্ধ হয়ে গেছেন বলেও উল্লেখ করেন। জমা জলের সমস্যার সূত্র ধরে বর্তমানে শহরে নালা ও খালের যেসব কাজ চলছে সেসব কেন শীতের মরশুমে করা হয়নি এই প্রশ্ন তুলে বলেন, আসলে বর্তমানে পুরসভার কাজে স্বচ্ছতা ও পরিকল্পনা বলতে কিছুই নেই। যেমন খুশি চলছে কাজকর্ম, কারও কোন মতামত  বা পরামর্শ নেওয়ার  বালাই নেই। এসবের জেরে পুরবাসীকে যে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে শিলচরের সাংসদ এবং বিধায়কের চোখেই যেন পড়ছে না তা। তাই বলতেই হয় তারা যেন অন্ধ হয়ে গেছেন।

এভাবে একের পর এক অভিযোগ এনে বলেন, বর্তমানে শহরে নাগরিক পরিষেবা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা বাধ্য হয়েছেন আন্দোলনে নামতে। এবার শীঘ্রই এসবের সুরাহা না করা হলে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে আরও তীব্র আন্দোলন। এরপর দলের দাবি-দাওয়ার কথা তুলে ধরে জানান, নিগম যখন হওয়ার হবে, এর আগে পুরসভার নির্বাচনের ব্যবস্থা করা জরুরী। আর পুরসভার কাজকর্মে স্বচ্ছতা আনতে কোনও কাজ শুরুর আগে এ নিয়ে প্রাক্তন পুরসদস্য বা সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের সঙ্গে আলোচনাক্রমে বিস্তারিত হিসেব-নিকেশ তুলে ধরতে হবে।
    
ধরনা চলাকালীন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব, সজল বনিক, রাহুল আলম লস্কর, রেবা নাথ ও মাজুদ আহমদ লস্কর প্রমুখ।

Author

Spread the News