প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। সংস্থার পক্ষ থেকে শোকজ্ঞাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশে প্রয়াত নেতার বাসভবনে উপস্থিত হন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব, কার্যকরী সদস্য কৃষাণু ভট্টাচার্য, সদস্যা তনুশ্রী চক্রবর্তী, সদস্যা সুকৃতি দাস সহ অন্যান্য সদস্যরা। এদিন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পত্রটি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র, সাংসদ কনাদ পুরকায়স্থ-এর হাতে তুলে দেওয়া হয়।

নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস ও সহ সভাপতি ননী গোপাল দেব বলেন, “কবীন্দ্র পুরকায়স্থ ছিলেন বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের রাজনৈতিক জীবনের এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” তিনি আরও জানান, শিক্ষা, সমাজসেবা ও মানবিক মূল্যবোধে তাঁর অবদান চিরস্মরণীয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত নেতার স্মৃতিচারণ করে তাঁর কর্মজীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *