সাবমেরিনে আটকে গেল জাল, হতবাক বিশ্ব

১৯ নভেম্বর : সাবমেরিনে আটকে গেল মাছ শিকারীর জাল। এই চাঞ্চল্যকর ঘটনায় কার্যত হতবাক সারা বিশ্ব। ঘটনাটি ঘটেছে নমরওয়েতে। এক মাছ ধরার জালে আটকে পড়ল একটি বিশাল ৭,৮০০ টন ও ১১৫ মিটার দীর্ঘ আমেরিকান পারমাণবিক সাবমেরিন ইউএসএস ভার্জিনিয়া। সমুদ্রের মাঝে সাবমেরিন আটকে পড়ায় এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে নরওয়ের ট্রম্সো শহরের কাছে, যেখানে কিছু মৎস্যজীবী মাছ ধরছিলেন। প্রথমবার তারা একটি বড় মাছ ধরেন। তারপরে দ্বিতীয়বার জাল ফেলতেই সেই জালে উঠে আসে একটি বিশাল পারমাণবিক সাবমেরিন। সাবমেরিনটির প্রপেলারে জাল আটকে যায় এবং সেটি মৎস্যজীবীদের নৌকাটিকে প্রায় দুই মাইল পর্যন্ত টেনে নিয়ে যায়। কোস্ট গার্ডের স্যাটেলাইট ম্যাসেজের মাধ্যমে মৎস্যজীবীরা অবিলম্বে জানতে পারেন যে তাদের জাল সাবমেরিনের প্রপেলারে আটকে গেছে। প্রপেলারে জাল আটকে সম্পূর্ণ ভাবে ছিঁড়ে যায়।

মার্কিন দূতাবাস জানায়, ইউএসএস ভার্জিনিয়া সেই সময় নরওয়ের জলসীমায় ছিল। জাল ছিঁড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় মৎস্যজীবীদের। এমনকি প্রশ্ন থেকে যাচ্ছে সমুদ্রের বুকে শক্তিশালী সাবমেরিন গুলির নিরাপত্তা নিয়েও।

সাবমেরিনে আটকে গেল জাল, হতবাক বিশ্ব

Author

Spread the News