রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের আরিফা কনসালটেন্সির উদ্বোধন

রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের আরিফা কনসালটেন্সির উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বরাক উপত্যকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগেলক্ষ্যর নিয়ে যাত্রা শুরু করল আরিফা কনসালটেন্সি। সোমবার রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি বিশিষ্টজনদের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা সূচনা করে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক-যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে।

এ দিন রামনগর চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সের দোতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মণ্ডল কমিটির সভাপতি শ্যামলকান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন সভাপতি রেহিম উদ্দিন হাজারি প্রমুখ। 

রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের আরিফা কনসালটেন্সির উদ্বোধন

সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সি কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। তিনি জানান আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জবমেলা করবে ফেসেলিটি অব ইন্ডিয়া নামের কোম্পানি। এই কোম্পানি আন্তর্জাতিকস্তরের বেসরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে। এর জন্য কোন টাকা লাগবে না। জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র ২৮ নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Author

Spread the News