১০১ বিদেশিকে মৃত্যুদণ্ড, আলোচনায় সৌদি

১৯ নভেম্বর : ১০১ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি। ভয়াবহ পরিসংখ্যানের কারণে আলোচনায় সৌদি আরব। ২০২৪ সালে সৌদি আরব ১০১ বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বাধিক মৃত্যুদণ্ডের সংখ্যা।

এই সংখ্যা ২০২৩ এবং ২০২২ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের তুলনায় প্রায় তিনগুণ। মানবাধিকার সংগঠনগুলো সৌদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডে ব্যবহারের ক্ষেত্রে নজিরবিহীন বৃদ্ধির অভিযোগ এনেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই মাদক সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত হন। এ বছর মাদক-সম্পর্কিত অপরাধের জন্য ৯২টি মৃত্যুদণ্ড কার্যকর হয়, যার মধ্যে ৬৯ জন বিদেশি নাগরিক ছিলেন। মানবাধিকার কর্মী আল-হাজ্জি জানিয়েছেন, “বিদেশিরা মাদক ব্যবসায়ীদের শিকার হন এবং সাজার প্রক্রিয়াতেও বেশ কিছু অনিয়মের শিকার হন।”

১০১ বিদেশিকে মৃত্যুদণ্ড, আলোচনায় সৌদি

এই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে পাকিস্তান থেকে ২১, ইয়েমেন থেকে ২০, সিরিয়া থেকে ১৪, নাইজেরিয়া থেকে ১০, মিশর থেকে ৯, জর্ডান থেকে ৮ এবং ইথিওপিয়া থেকে ৭ জন ছিলেন। এছাড়া, সুদান, ভারত ও আফগানিস্তান থেকে ৩ জন এবং শ্রীলঙ্কা, ইরিট্রিয়া এবং ফিলিপাইন্স থেকে একজন করে রয়েছেন।

এ দিকে, এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চিন এবং ইরানের পর সৌদি আরব বিশ্বের তৃতীয় দেশ, যেখানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ২০২২ সালে এমবিএস বলেছিলেন, হত্যা বা জীবননাশের হুমকি ছাড়া মৃত্যুদণ্ড কমানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু এ বছরের পরিসংখ্যান সেই বক্তব্যের সঙ্গে বিরোধ প্রকাশ করেছে।

Author

Spread the News