বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে ও ইউজিসি–এমএমটিটিসি’র সহায়তায় “ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানসিক স্বাস্থ্য” শীর্ষক অনলাইন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হল। এক সপ্তাহের এই কর্মসূচিতে জম্মু-কাশ্মীর থেকে কেরল, গুজরাট থেকে নাগাল্যান্ড, ২০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অধ্যাপক-অধ্যাপিকারা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর বক্তব্য পেশ করেন আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক অরূপ কুমার মিশ্র। তিনি ‘ডিজিটাল ইন্ডিয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য: একটি উদীয়মান সংকট’ বিষয়ের উপর আলোকপাত করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষক-বার্নআউট, শিক্ষার্থীদের মানসিক সংকটে হস্তক্ষেপ, মনোসামাজিক প্রয়োজন, উত্তর-পূর্বাঞ্চলের অভিবাসী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, লিঙ্গ বিষয়ক দৃষ্টিভঙ্গি, আইনি কাঠামো ও মানসিক সুস্থতার স্নায়ুবিজ্ঞানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। সমাজবিজ্ঞান, মানববিদ্যা ও প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

গত শনিবার আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন এমএমটিসিসির ডিরেক্টর অধ্যাপক আর. বালাকৃষ্ণন, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার সিং, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই প্রমুখ। ছিলেন প্রশিক্ষণ কর্মসূচির দুই সমন্বয়কারী ড. রত্না হুইরেম ও ড. কাথিরেসন এল.।


