দুল্লভছড়ায় বাগ সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : আনিপুর-দুল্লভছড়া-জামুয়াং সড়কের ৭১০০ মিটার অংশে দুল্লভছড়ায় বাগ সেতু নম্বর ৮/১ এর নিচের কাঠামোর দুর্বল অবস্থার জন্য ওই সেতুর উপর দিয়ে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে পূর্ত গ্রামীণ সড়ক শাখার পাথারকান্দি ও রামকৃষ্ণ নগর সড়ক ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন। এতে ওই সেতু বন্ধ থাকাকালীন সময়ে যানবাহন বিকল্প সড়ক হিসেবে আনিপুর তিনমুখা-বিদ্যানগর তিনমুখা-বিদ্যানগর-মোকামছড়া-দুল্লভছড়া দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

দুল্লভছড়ায় বাগ সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ
দুল্লভছড়ায় বাগ সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ

Author

Spread the News