সারা দেশের সঙ্গে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : সিটুর ডাকে দেশব্যাপী বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সোমবার এর সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় দুই শতাধিক শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে সামিল ছিলেন আশা কর্মী ইউনিয়নের অসম রাজ্য কমিটির সভানেত্রী মমতা তালুকদার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক সুরজিৎ ঘোষ, অভিজিৎ গুপ্ত, দীপ্তি সিনহা, ঝর্না দাস প্রমুখ। বিভিন্ন দাবির মধ্যে অন্যতম, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা, স্থায়ী পদে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করা, ন্যূনতম মাসিক আয় ২৬০০০ টাকা নিশ্চিত করা, রাষ্ট্রায়াত্ত ক্ষেত্র বেসরকারি করণ বন্ধ করা, নির্মাণ শ্রমিকের পাওনা সময়মত প্রদান করা, প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান প্রদান করা ইত্যাদি। শ্রমিকরা পরে ডিসি অফিসের সামনে জমায়েত হয়ে শ্লোগানে উত্তাল করে তোলেন।

সহকারি কমিশনার আন্দোলন স্থলে নিজে এসে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে লেখা স্মারকপত্র গ্রহণ করেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক ও জনবিরোধী নীতি বজায় থাকলে আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।

সারা দেশের সঙ্গে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন

সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য বলেন, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে সংস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন লড়াই চালিয়ে শ্রমিকরা যে আইনি অধিকার আদায় করেছিল, সেগুলোর ৪৪টি ধারা ৪টি কোডে এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। ফলে শ্রমিকদের উপর আগামীতে ভয়াবহ সঙ্কট আসবে বলে মনে করেন তিনি।  শ্রমকোড বাতিল না হওয়া পর্যন্ত সিটু তাঁদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।

সারা দেশের সঙ্গে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন
সারা দেশের সঙ্গে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন

Author

Spread the News