বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত পাথারকান্দির ইমামের পরিবারকে আর্থিক সাহায্য ত্রিপুরা ইমাম সংগঠনের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ধর্মনগরের পূর্ব বটরশি (সিঙ্গিবিল) জামে মসজিদের ইমাম মওলানা ইসলাম উদ্দিনের পরিবারের খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করে ত্রিপুরা ইমাম সংগঠন। সোমবার ত্রিপুরা ইমাম সংগঠনের এক প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার পাথারকান্দির ইসলামপুর গ্রামে থাকা প্রয়াত ইমাম ইসলাম উদ্দিনের বাড়িতে উপস্থিত হন। নিহত মওলানার অবুঝ তিন সন্তান দেখে প্রতিনিধি দল আবেগঘন হয়ে পড়েন। নিহত মওলানার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে কৈলাসহর এবং ধর্মনগরের সহানুভূতিশীল মানুষের দানকৃত মোট পঞ্চাশ হাজার টাকা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল, পিয়াজ আলু ডাল, মটর, চানা, রসুন, বিস্কুট, চা পাতা, চিনি, দুধ, লবন ইত্যাদি হাতে তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৈলাসহর টাউন জামে মসজিদের ইমাম হাজি হাফিজ আব্দুল জলিল, কুবঝার মরকজ জামে মসজিদের ইমাম মওলানা শফিকুর রহমান, টিলাবাজার জামে মসজিদের ইমাম মওলানা আব্বাস আলি আল-জলিলি, কুর্তি ডেওবাড়ি মদনি মসজিদের ইমাম মওলানা মোর্তুজা কামাল, পাখিরবাদা জামে মসজিদের ইমাম মওলানা আব্দুস শুকুর প্রমুখ।
এদিন তারা সবাই প্রয়াতের মাগফিরাত কামনা করে দোয়াও করেন। এদিকে প্রয়াত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরা ইমাম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন প্রয়াতের পরিবার সহ আত্মীয়স্বজনরা।