বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : শিলচর টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের ‘পলু বিশ্বাস স্মৃতি’ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ক্লাব প্রাঙ্গণে ৮, ৯, ১০ ও ১১ জানুয়ারি চারদিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃতি প্রতিযোগিতা সম্পন্ন হল। প্রতিযোগিতার বিজয়ীরা হলেন-
রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা-
গ্রুপ–এ
প্রথম- আহানা চক্রবর্তী
দ্বিতীয়-গায়ত্রিক পাল ও চিত্রাঙ্ঘন মালাকার
তৃতীয়- ত্রৈতিকা পাল
গ্রুপ–বি
প্রথম- ক্রিয়াংশী আচার্য
দ্বিতীয়- বেদান্তিকা লোধ
তৃতীয়- জয়দীপ সূত্রধর
গ্রুপ–সি
প্রথম- নম্রেলা পাল
দ্বিতীয়- সোনাক্ষী রায়
তৃতীয়- বিশ্বাসরাজ রায় চৌধুরী
গ্রুপ–ডি
প্রথম- অলিথামা নাথ
দ্বিতীয়- সাগ্নিক দেব পুরকায়স্থ
তৃতীয়- নবস্মিতা পাল
গ্রুপ–ই
প্রথম- শ্রেয়া দত্ত
দ্বিতীয়- অন্বেষা দেব
তৃতীয়- ঋতিকা রায়
রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা-
গ্রুপ–ডি
প্রথম-শতাক্ষী দেব পুরকায়স্থ ও নবস্মিতা পাল
দ্বিতীয়-শ্রেষ্ঠা পাল
তৃতীয়- সৃগ্ধা বানিক
গ্রুপ–ই
প্রথম- স্নেহা ছেত্রী
দ্বিতীয়- মুসকান দে
তৃতীয়- সপ্তপর্ণা সাহা
নজরুল নৃত্য প্রতিযোগিতা
গ্রুপ–এ
প্রথম- ইস্পিতা রায়
দ্বিতীয়- আহানা চক্রবর্তী
তৃতীয়- রায়েশা পাল
গ্রুপ–বি
প্রথম- কণিষ্কা চক্রবর্তী
দ্বিতীয়- সাগ্নিক পুরকায়স্থ
তৃতীয়- দীক্ষিতা নাথ
গ্রুপ–সি
প্রথম- তনুশ্রী পাল
দ্বিতীয়- সমর্পিতা চৌধুরী
তৃতীয়- মিস্মি দে
গ্রুপ–ডি
প্রথম- ঋতিশা ভট্টাচার্য
দ্বিতীয়- শ্রেষ্ঠাংশী চৌধুরী
তৃতীয়- ঋশিতা নালক
গ্রুপ–ই
প্রথম- শ্রুতি বিশ্বাস
দ্বিতীয়- শাতী বিশ্বাস
তৃতীয়- মুসকান দে
লোকনৃত্য প্রতিযোগিতা-
গ্রুপ–এ
প্রথম- জাগৃতি দেব
দ্বিতীয়-দিব্যাংশী নালক
তৃতীয়-আহানা চক্রবর্তী
গ্রুপ–বি
প্রথম- কণিষ্কা চক্রবর্তী
দ্বিতীয়- ইশানি শীল
তৃতীয়-সুভাঙ্কি পাল
গ্রুপ–সি
প্রথম- তানুশ্রী পাল
দ্বিতীয়- কাবেরী দাস ও সানভি পাল
তৃতীয়-দেব্যাংশু দাস
গ্রুপ-ডি
প্রথম- ঋতিশা ভট্টাচার্য ও অভিলাসা নালক
দ্বিতীয়- অনুষা দে
তৃতীয়-শতাক্ষী দে পুরকায়স্থ / শ্রেয়াংশী পাল
গ্রুপ-ই
প্রথম- স্নেহা ছেত্রী
দ্বিতীয়- মুসকান দে
তৃতীয়- ঋতিকা দেবনাথ
নজরুলগীতি প্রতিযোগিতা-
গ্রুপ–এ
প্রথম-রাজশ্রী দাস
দ্বিতীয়-দেবশ্রী দে
তৃতীয়-অহনা চক্রবর্তী
গ্রুপ–বি
প্রথম-অরিকৃকা গোস্বামী
দ্বিতীয়-প্রাচি বিশ্বাস, প্রিয়ঙ্ক নাথ ও মনশীতা দে।
তৃতীয়-অরিক্ষা দাস
গ্রুপ–সি
প্রথম-সৃজানি নাগ চৌধুরী
দ্বিতীয়-সম্বিতা ভট্টাচার্য
তৃতীয়-সস্তিকা কর্মকার ও বৈশাখি নাথ।
গ্রুপ–ডি
প্রথম-উপাসনা দে ও রিশিতা নাথ
দ্বিতীয়-সালাক্ষী দে পুরকায়স্থ
তৃতীয়-সাগ্নিক দেব পুরকায়স্থ ও সম্রাগ্রী কর্মকার
গ্রুপ–ই
প্রথম-সৃজোনি ভট্টাচার্য
দ্বিতীয়-স্বাগতা দেবনাথ
তৃতীয়-দীপশিখা দে
বিশেষ-মজবুর রহমান।



