আজ মাতৃভূমি কাপের ফাইনাল, সকাল থেকেই আসন দখল দর্শকদের
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আজ, রবিবার ল মাতৃভূমি-র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। ফাইনাল খেলা সরাসরি দেখতে সকাল ছয়টা থেকে আসন দখল করতে দর্শকরা মাঠে পৌঁছে যান। পছন্দ মত জায়গা দখল করে সকাল থেকেই বসে রয়েছেন দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। সোনাবাড়িঘাটের ফুটবলপ্রেমী ইকবাল হোসেন ফাইনাল খেলা দেখতে সকাল ছয়টায় ঘর থেকে বেরিয়ে পড়েন। তিনি বিএনএমপির হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সকাল সাতটার আগেই পৌঁছে গ্যালারিতে আসন দখল করে বসে রয়েছেন। তিনি জানান, দেরি হলেই পুরো মাঠ দেখার মতো পছন্দ তোমার আসন মিলবে না তাই সকালেই পৌঁছেছেন। এভাবে আরো বেশ কয়েকজন দর্শককে আসন দখল করতে দেখা যায়।
বেলা দু’টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। এর আগে দুপুর ১ টায় রয়েছে এতদঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠী পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সম্মানিত অতিথি রূপে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড় সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
ফাইনাল ম্যাচ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করতে সকল ফুটবলপ্রেমী দর্শকদের সহযোগিতা কামনা করেছেন মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস।