ডিজিপির কমান্ডেশন গোল্ড মেডেল পাচ্ছেন বরাকের দুই এসপি
বরাক তরঙ্গ,১ অক্টোবর : কর্মক্ষেত্রে পারদর্শিতার দরুন “পুলিশ ডে” উপলক্ষে ডিজিপি-র কমান্ডেশন গোল্ড মেডেল পাচ্ছেন কাছাড় ও করিমগঞ্জের দুই পুলিশ সুপার যথাক্রমে নূমল মাহাতো ও পার্থপ্রতীম দাস।
সোমবার কমান্ডেশন মেডেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে কাছাড় এবং করিমগঞ্জের দুই পুলিশ সুপার সহ গোল্ড মেডেল পাচ্ছেন মোট ১১ জন। আর কমেন্ডেশন সিলভার মেডেল পাচ্ছেন মোট ১০২ জন। এর মধ্যে বরাক উপত্যকা থেকে রয়েছেন ১৪ জন। অর্থাৎ সিলভার ও গোল্ড মিলিয়ে বরাক উপত্যকা থেকে কমেন্ডেশন মেডেল পাচ্ছেন মোট ১৬ জন।
উপত্যকার সিলভার মেডেল প্রাপকরা হলেন করিমগঞ্জের ডিএসপি (হেডকোয়াটার) নারায়ণ বড়ো, কাছাড়ে কর্মরত ইন্সপেক্টর হিমাক্ষী নাথ (বর্তমানে শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ), ইন্সপেক্টর উত্তম অধিকারী (করিমগঞ্জ) ও ইন্সপেক্টর পল লালহিমসাং (হাইলাকান্দি), ৬ সাব ইন্সপেক্টর নবজ্যোতি লাহন, লূনখমাং লাওভূম ও বিশ্বজ্যেতি দেউরি (হাইলাকান্দি), দিবাকর গগৈ, নিলভজ্যোতি নাথ ও পলাশ বরা (করিমগঞ্জ)। অন্য চারজন হলেন এলএনকে উৎপল ঘাটোয়ার (ষষ্ঠ অসম পুলিশ ব্যাটেলিয়ান, কাঠাল, শিলচর), কনস্টেবল ফয়জল ইসলাম (করিমগঞ্জ বর্ডার অর্গানাইজেশন), পূর্ণিমা রায় (করিমগঞ্জ) ও সনু বর্মন (১৫ এপিবিএন, এরালিগুল, করিমগঞ্জ)।