বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : ভয়ঙ্কর দুর্ঘটনা! বাইক ও ট্রেলারের সংঘর্ষে প্রাণ হারালো তিন যুবক। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে কোকরাঝাড়ের কাকপাথরের বারদিরাকে। নিহতরা হলেন দীপঙ্কর মরাণ, সুররাজ ফুকন এবং দীপজ্যোতি মরাণ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রেলার (নম্বর: AS 03 F 1300) এবং বাইক (AS 23 Y 4198) এর সংঘর্ষে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে অতিরিক্ত গতি এবং অন্ধকার রাস্তা দুর্ঘটনার কারণ হতে পারে বলে অনুমান।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা এলাকারই বাসিন্দা হওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।


