বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : কাছাড়ের দুধপাতিল এলাকা থেকে হেরোইন সহ তিন যুবককে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। অভিযানের সময় এমজেড-০২সি-১৫৫৩ নম্বরের একটি বাহন আটক কটে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়িটির গোপন চেম্বার থেকে মোট ৩০টি সাবান কেসে রাখা ৩৮৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হল দিলদার হোসেন (২৫), নজরুল হোসেন (২০) ও জসিম উদ্দিন (২৫)। ধৃত তিনজনই ধলাই থানার অন্তর্গত ভাগা বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গাড়িটি মিজোরাম থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।


