তিন প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সহ যোগ প্রর্দশনীর মাধ্যমে পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এরপর প্রয়াত ধ্যানচন্দের জীবনীপাঠ ও নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সৃজনী দেব এবং যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা যোগাসন ও পিরামিড এবং থাংটা, ফেন্সিং, টাইকুন্ডো খেলা প্রর্দশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।

অনুষ্ঠানে ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে তিনজন প্রতিভাবান খেলোয়াড় এক হাতের টিটি তারকা বিপ্রজিৎ দেব, কে সোনাক্সি সিনহা, এনজি এইপাভা সিংহকে উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। এবং উপস্থিত সবাই বিপ্রজিত দেবের খেলার প্রতিভার প্রশংসা করেন।

তিন প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩য় বিএন এনসিসি-র কামান্ডিং অফিসার অমোদ চন্দনা সহ মেজর মণিধন সিংহ, ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির সভাপতি বিবেক পোদ্দার, ক্ষেত্র সংযোজক মনোজ মোহান্তি, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক বিভাষ দেব, রূপম সংস্থার সভাপতি নিখিল পাল, ডিএসএ-র সহ-সচিব দেবাশিস সোম, ক্রীড়া ভারতীর সম্পাদক পূর্ণেন্দু দাস, জেলা সম্পাদক পিঙ্কু রঞ্জন পাল, আর্মি স্কুলের প্রিন্সিপাল রুচিরা চন্দনা, ফুলেরতল আশাপল্লী ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রুহত জন সিনহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় করেন পিঙ্কু রঞ্জন পাল।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News