অপহরণ করে অষ্টম শ্রেণীর ছাত্রকে খুন করল দশম শ্রেণীর তিন পড়ুয়া

৩০ আগস্ট : মুক্তিপনের দাবি করে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে খুন করল দশম শ্রেণীর তিন পড়ুয়া। অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন পড়ুয়াকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার কৃষ্ণনগরের কোতয়ালী থানা এলাকায়।

মৃত বছর ১৪-র কিশোর বিজয় রায় কৃষ্ণনগরের ঘুর্নি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে বিস্কুট কিনতে যাওয়ার পর গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি সে। এরপর রাতেই কিশোরের মা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ।

শনিবার সকালে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বাড়িতে জানানো হয় তিন লক্ষ টাকা মুক্তিপণ দিলে ছেলেকে ফেরত পাবে। বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানালে ফোন নম্বরের সূত্র ধরে ওই এলাকার বাসিন্দা দশম শ্রেণীর তিন বন্ধুকে আটক করে পুলিশ।

শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল কোতোয়ালি থানা এলাকার অষ্টম শ্রেণির ওই ছাত্র। অভিযোগ, মুক্তিপণের লোভে দশম শ্রেণির তিন ছাত্র ওই কিশোরকে শ্বাসরোধ করে খুনের পর বস্তায় পুরে পুকুরে ফেলে দেয়। অভিযুক্তেরা ধরা পড়েছে। পুকুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি মৃতদেহ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে শুক্রবার রাত ন’টা নাগাদ তারা ওই কিশোরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পুকুরের জলে ফেলে। খুন করার আগে ওই কিশোরের ইচ্ছা মতো তাকে রসগোল্লা ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়। ধৃতদের সঙ্গে নিয়ে পুলিশ কৃষ্ণনগরে হিজুলি এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

Author

Spread the News