চুরি যাওয়া স্কুটি উদ্ধার, আটক তিন স্কুল পড়ুয়া
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : আজব ঘটনা! স্কুটি চুরি কাণ্ডে জড়িত থাকার দায়ে তিন খুদে স্কুল পড়ুয়াকে আটক করল ধর্মনগর পুলিশ। উদ্ধার করা হয় স্কুটিও। চাঞ্চল্যকর এই ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্থিতিকণ্ঠ বর্ধন জানান, গত ৯ নভেম্বর ধর্মনগর থানা অধীন শিববাড়ি রোডের বাসিন্দা বলাই শীলের স্কুটি চুরি হয়। তিনি চুরিকাণ্ডের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার চুরি যাওয়া স্কুটি উদ্ধারের সঙ্গে চুরি কাণ্ডে জড়িত থাকার দায়ে তিন নাবালক স্কুল ছাত্রকে আটক করে। বর্তমানে এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
ধৃতরা সবাই নাবালক হওয়াতে তাদের পরিচয় খুলাশা করা হয়নি। তবে অবাক করার বিষয় যেখানে স্কুলে গিয়ে পড়ুয়ারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে চুরির মত জঘন্যতম কাজে তারা যুক্ত হল কি করে? বিষয়টি ভাবিয়ে তুলছে সবাইকে। এ কাণ্ডের নেপথ্যে অন্য কোন রহস্য রয়েছে কি না তা-ও গভীর ভাবে খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশ।