২৪ ঘণ্টার পরও চার কুকি যুবকের ময়নাতদন্ত না হওয়ায় শিলচর মেডিক্যালে উত্তেজনা

২৪ ঘণ্টার পরও চার কুকি যুবকের ময়নাতদন্ত না হওয়ায় শিলচর মেডিক্যালে উত্তেজনা

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : মণিপুরের জিরিবাম সিআরপিএফের গুলিতে নিহত ১০ জন কুকি যুবকের ময়নাতদন্তকে কেন্দ্র করে শিলচর মেডিক্যাল কলেজের মর্গের সামনে উত্তেজনা দেখা দেয়। মর্গ ঘেরাও করে কাছাড়ের উপজাতিরা প্রতিবাদ জানান। উত্তেজিত আদিবাসীরা অভিযোগ করেছেন যে শিলচর মেডিক্যাল কলেজে মণিপুর পুলিশ তাদের বন্দুক দিয়ে ভয় দেখিয়েছে।

মণিপুরের জিরিবামে সিআরপিএফের গুলিতে নিহত ১০ জন কুকি যুবকের মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ছয়টি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও ২৪ ঘণ্টা পরও বাকি চারটি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। তাই কাছাড়ের বিভিন্ন এলাকার আদিবাসীরা মেডিক্যাল কলেজের মর্গেরা সামনে বিক্ষোভ দেখিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। বিক্ষোভকারীরা মণিপুর পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। ২৪ ঘণ্টার পরও চারজন কুকি যুবকের ময়নাতদন্ত কেন করা হয়নি প্রতিবাদ জানান। বাকি চারজনের লাশ দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানোর দাবি জানান তাঁরা। বিপুল সংখ্যক পুলিশ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিলচর মেডিক্যাল কলেজে এখনও উত্তেজনা বিরাজ করছে।

Author

Spread the News