অসমের বিশিষ্ট ব্যক্তিত্ব তিনজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত

অসমের বিশিষ্ট ব্যক্তিত্ব তিনজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২৪ এর পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী দেশের মোট ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারটি অনুমোদন করেছেন। এর মধ্যে পাঁচজনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ এবং ১১০ জনকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে।

অসমের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব এ বছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের প্রথম মহিলা মাউথ বলে পরিচিত অসমের পার্বতী বরুয়া পদ্মশ্রী পেয়েছেন। তিনি তাঁর সামাজিক কাজের (প্রাণী কল্যাণ) জন্য স্বীকৃতি পেয়েছেন।

অসমের বিশিষ্ট ব্যক্তিত্ব তিনজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত

আরেক ব্যক্তি সর্বেশ্বর বসুমাতারী পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। সর্বেশ্বর বসুমাতারী চিরাংয়ের একজন আদর্শ কৃষক এবং কৃষি খাতে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

একইভাবে অসমের চিপাঝাড়ের লোকশিল্পী দ্রোণ ভূঁইয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

Author

Spread the News