ক্যাপ্টেন গুপ্ত ট্রফিতে নেই শিলচরের কোনও দল
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শিলচরে অনুষ্ঠেয় ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি আমন্ত্রণমূলক ফুটবলে থাকছে না শিলচরের কোনও দল। ইন্ডিয়া ক্লাব খেলবে না বলে জানিয়ে দেওয়ার পর আমন্ত্রণ জানানো হয়েছিল সুপার ডিভিশন ফুটবল লিগে রানার্স অরুণাচল এস এস-কে। তবে তারা সব চেষ্টার পরও অংশ নিতে অক্ষমতার কথা জানিয়ে দিয়েছে। অরুণাচলের অংশ না নেওয়ার মূল কারণ হল, ইতিমধ্যে তারা লিগে খেলা অধিকাংশ ফুটবলারকে ছেড়ে দিয়েছে। এরপরও নতুনভাবে খেলোয়াড় জড়ো করে দল নামানোর জন্য সব চেষ্টাই করেছিল অরুণাচল। কিন্তু কাজ হয়নি। কারণ, অন্য ক্লাব থেকে খেলোয়াড় আনলে তাদের দলবদল অর্থাৎ সি আর এস করাতে হবে। ৩০ অক্টোবরের আগে সংশ্লিষ্ট ফুটবলারদের নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাবে না। এরপর সি আর এস করাতে আরও তিন-চারদিন লেগে যাবে। পুজোর মরশুমে এসব ঝামেলায় যদি নির্ধারিত ম্যাচের আগে সি আর এস আটকে থাকে তাহলে কী হবে সেটা ভেবে এত বড় ঝুঁকি নিতে চায়নি অরুণাচল।
ইতিমধ্যে বিকল্প দল নিয়ে মাপজোখ চালাচ্ছে শিলচর ডিএসএ। ষষ্ঠ দল হিসেবে অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ (এএসইবি) দলকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিষয়টি এখনো ধোঁয়াশায়। তবে হাতে আরো দল আছে এমন ইঙ্গিত দিয়েছেন সচিব অতনু ভট্টাচার্য। প্রসঙ্গত, বাকি পাঁচটি দল হল নর্থইস্ট ইউনাইটেড এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, মণিপুরের ফুটবল ক্লাব রায়েংদাই, লক্ষীপুরের লেনরোল এফসি এবং আই লিগের দল আইজল এফসি।