ধলাইয়ে উদ্ধার বিপুল পরিমাণের মদ, গ্রেফতার তিন

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : মিজোরামে পাচারের পথে বিপুল পরিমাণের বিলিতি মদ উদ্ধার করল ধলাই পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ভাগা-শেরখান সড়কের কর্কট বস্তিতে অভিযান চালিয়ে একটি ইন্ট্রা ও একটি বলেরও পিকআপ গাড়ি থেকে ২৭৩ কার্টন দেশে তৈরি বিদেশি মদ সহ তিন পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। শনিবার রাতে অসম-মিজোরাম সীমান্তবর্তী কর্কট বস্তিতে ওৎপেতে বসে থাকে। রাত দশটা নাগাদ গাড়ি দুইটি পৌঁছালে পুলিশ গাড়ি দু’টির গতি রোধ করে। পুলিশি তল্লাশিতে গাড়ি দুইটি থেকে উদ্ধার হয় ২৭৩ কার্টন বিলিতি মদ। সঙ্গে সঙ্গে পুলিশ এম জেড ০৭ ৯২৬০ নম্বরে বলেরো পিকআপ ও  এএস ১১ ইসি ৪৮৫৯ নম্বরের ইন্ট্রা গাড়ি সমেত ৩ পাচারকারীকে পাকড়াও করে।

ধৃতরা হল সোনাই থানা এলাকার সাতকরাকান্দির বাসিন্দা ইমদাদুল হক বড়ভূইয়া (২৭), ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা পারবুল হোসেন বড়ভূইয়া (২৪) ও মিজোরামের লংতুলাই জেলার চুংতের বাসিন্দা ধানাটং (৩৬)। ধৃত  তিনজনকে আদালতের সোপর্দ করার পাশাপাশি উদ্ধারকৃত মদ গুলো আবগারি বিভাগের কাছে সমঝে দিয়েছেন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বরুয়া।

Author

Spread the News