বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : উধারবন্দ থানা এলাকার কুম্ভা ছনপট্টি লাইনের তিন কিশোরী রেখা গঞ্জ (১৪), রেশমী গঞ্জ (১৬) ও কমলা গোস্বামীকে (১৪) খোঁজে বের করল পুলিশ। তিনজনকে পাওয়া গেছে উত্তর গুয়াহাটির গৌরীপুর এলাকায়। গত রবিবার উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরে বার্ষিক উৎসবে যোগ দেবার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনজন আর ফেরেনি। তিন কিশোরী এভাবে একসঙ্গে সন্ধানহীন হওয়ার পর এনিয়ে সৃষ্টি হয় তীব্র চঞ্চ্যল্যের।
তিন কিশোরীর সন্ধান পাওয়ার পর কাছাড় পুলিশের একটি দল গুয়াহাটি গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে। রবিবার তাদের নিয়ে আসার কথা। তিনজনের নাপাত্তা হওয়ার অন্তরালের কাহিনি নিয়ে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে না চাইলেও এক সূত্র জানান, এটা কোনও অপহরণের ঘটনা নয়।


