নিজের পেয়ারা বাগানে পাতা ফাঁদে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

৪ সেপ্টেম্বর : বাগানে পেয়ারা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত ধামুয়ার মাধববাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন এদিন ওই গ্রামের বাসিন্দা জগদীশ বিশ্বাস ও তার পরিবার পেয়ারা পারতে গিয়েছিল বাড়ির পাশের নিজেদের বাগানে।

সেই বাগানেই অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পরিবারের তিনজনের। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি পেয়ারা বাগান(Goava Garden) ছিল জগদীশ বিশ্বাসের। চোরের উপদ্রব ঠেকাতে বাগানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন জগদীশ বিশ্বাস। কিন্তু মঙ্গলবার সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে গিয়েছিলেন জগদীশ।

এরপর বাগানে গিয়ে করুণ পরিণতি হয় বিশ্বাস পরিবারের। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় জগদীশ বিশ্বাস (৫৪), জগদীশ বিশ্বাসের ছেলে মানবেশ বিশ্বাস (২৭) ও স্ত্রী শান্তি বিশ্বাসের (৫০)। এই ঘটনায় গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের দাবী পরিকল্পিত ভাবে ওই তিনজনকে খুন করা হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। যদিও ময়না তদন্তের উপরে বেশি ভরসা রাখছে মগরাহাট থানার পুলিশ। অনিমা তরফদার নামে মৃতদের এক আত্মীয় জানান, প্রতিদিনের মতন পেয়ারা পারতে গিয়েছিল জগদীশ বিশ্বাস।

এরপর দীর্ঘক্ষণ হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় ওনার স্ত্রী ওনাকে ডাকতে যায় । বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওনার স্ত্রীও বাড়িতে না ফেরায় ছেলেও বাবা মাকে খুঁজে বার হয়। এরপর পরিবারের তিনজনই দীর্ঘক্ষন বাড়িতে না ফেরায় গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে পেয়ারা বাগানে গিয়ে পৌঁছায়। সেখানেই দেখা যায় এমন করুন পরিণতি। এরপর খবর দেওয়া হয় মগরাহাট থানাতে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।

নিজের পেয়ারা বাগানে পাতা ফাঁদে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
নিজের পেয়ারা বাগানে পাতা ফাঁদে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

Author

Spread the News