বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু যুবতীর

১০ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের বিদিশায় হৃদয়বিদারক ঘটনা ঘটল। বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল। অনুষ্ঠানে দিব্যি কোমর দুলিয়ে নাচছিলেন যুবতী। আর নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু হল এক ২৪ বছর বয়সী যুবতীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মর্মান্তিক ভিডিওটি। সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার মাধবগঞ্জে বসবাসকারী রাজকুমার জৈনের ছেলে এবং তাঁর ভাইয়ের ছেলের একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মগধাম রিসোর্টে। যুবতীর মৃত্যুর দিন ছিল সঙ্গীত অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই গোটা বিয়ে বাড়ির পরিবেশ আনন্দমুখর।

সঙ্গীতে সকলেই নাচছিলেন। মঞ্চে নাচতে ওঠেন ২৪ বছর বয়সী পরিণীতাও। মহিলা ছিলেন সম্পর্কে রাজকুমার জৈনের শ্যালকের মেয়ে পরিণীতা জৈন। ইন্দোরের বাসিন্দা। বিয়ের জন্যে পিসির বাড়িতে গিয়েছিলেন পরিণীতা।

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু যুবতীর
বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু যুবতীর

Author

Spread the News