শিক্ষক দিবসে তিন শিক্ষাবিদকে সংবর্ধনা সহ নানা কর্মসূচি ইয়াসির
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : আগামীকাল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বরাকের তিন জেলার তিন শিক্ষককে সংবর্ধিত করবে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। এবার তৃতীয় বারের মতো ‘পার্থসারথি চন্দ স্মৃতি পুরস্কার তিনজন প্রখ্যাত শিক্ষাবিদকে প্রদান করবে। তাঁরা হলেন সুব্রত দে (কাছাড়), প্রদীপ কুরি (করিমগঞ্জ) এবং সুধান্য দে (হাইলাকান্দি)।
এ দিন, ‘সুদর্শন গুপ্ত মেমোরিয়াল আন্তঃস্কুল মেধা পরীক্ষা প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার বিতরণ করা হবে বৃহস্পতিবার। কাছাড় জেলা পরিষদ কনফারেন্স হলে বেলা আড়াইটায় আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার দু’টি গ্রুপের ১ম, ২য় এবং ৩য় স্থান দখলকারীদের পুরস্কৃত করা হবে। তাছাড়া ৪র্থ স্থান থেকে ১০ম স্থান অধিকারীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। অনুষ্ঠানে বাকি সকল মেধা পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
এ ছাড়াও অনুষ্ঠানে সপ্তম ছবি গুপ্ত স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা (আইএএস) এবং সম্মানিত অতিথির আসনে শিক্ষাবিদ ড. সৌরিন্দ্রকুমার ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন। অনুষ্ঠানে মেধা পরীক্ষায় অংশগ্রহণকারী, অভিভাবক ও অংশগ্রহণকারী স্কুল কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় অনুরোধ জানিয়েছেন।