ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪১
৪ সেপ্টেম্বর : ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Ballistic Missiles) আঘাতে ইউক্রেনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের পোল্টাভায়। একথা জানিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ হামলার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘আমি পোল্টাভাতে রুশ হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালকে নিশানা করা হয়েছিল। টেলিকমিউনিকেশন ইনস্টিটিউটের একটি ভবনকে আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বহু মানুষ। তবে এখনও পর্যন্ত অনেক লোককে উদ্ধার করা সম্ভব হলেও ১৮০ জনের বেশি আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত এই হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ৪১ জনের।’
হামলায় নিহতদের আত্মীয়স্বজন এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি হামলার পর যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন এবং অনেকের জীবন বাঁচিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই ঘটনার একটি পূর্ণ এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি।