এটিএম ক্যাশ ভ্যান ডাকাতি, গ্রেফতার পুলিশকর্মী সহ তিন

২৩ নভেম্বর : মাত্র ৬০ ঘণ্টা। তার মধ্যেই বেঙ্গালুরু পুলিশ বড়সড় এটিএম ক্যাশ ভ্যান ডাকাতির রহস্য ফাঁস করল। এই ঘটনায় চুরি যাওয়া মোট ৭.১১ কোটি টাকার মধ্যে পুলিশ প্রায় ৫.৭৬ কোটি টাকা উদ্ধার করেছে। পুলিশ সেই সঙ্গে তিন জন অভিযুক্তকেও গ্রেফতার করেছে।

ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। কয়েকজন দুষ্কৃতী নিজেদের রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কর্তা হিসেবে পরিচয় দিয়ে বন্দুকের ভয় দেখিয়ে সিএমএস (CMS) কোম্পানির ক্যাশ ভ্যান রাস্তায় আটকান। ওই গাড়িতে ৭,১১ কোটি টাকা ছিল। অভিযুক্তরা টাকা ভর্তি বাক্স নিয়ে গাড়িটি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় সিদ্দাপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই ডাকাতির পিছনে কোম্পানির ভিতরের লোকেদেরই হাত রয়েছে। পুলিশ ওই কোম্পানির ভ্যান চলাচলের দায়িত্বে থাকা একজন কর্মী, ওই কোম্পানির একজন প্রাক্তন কর্মচারীকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে গোবিন্দাপুরা থানার একজন পুলিশ কনস্টেবল, যিনি সাহায্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে, তাঁকেও পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, এই দলটি প্রায় তিন মাস ধরে ডাকাতির পরিকল্পনা করেছিল। তাঁরা পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার গাড়ির নম্বর প্লেট পাল্টেছে। শুধু তাই নয়, তাঁদের যাতে কেউ ধরতে না পারে তার জন্য তাঁরা মোবাইল ফোন ব্যবহার করত না। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সিমন্ত কুমার সিং বলেছেন, ‘গ্রেফতার হওয়া তিনজন অভিযুক্তরই এই ডাকাতিতে বড় ভূমিকা পালন করেছে। এই তিনজনই বেঙ্গালুরুর বাসিন্দা।’

পুলিশ ওই ভ্যান কোম্পানির সঙ্গে কথা বলার জন্য কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেই দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। দ্রুত তদন্তের জন্য বেঙ্গালুরু পুলিশের তদন্তকারী দলটিকে পুলিশ কমিশনার ৫ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *