আসাম বিশ্ববিদ্যালয়ে ত্রিদিবসীয় বৈদিক সম্মেলন সম্পন্ন 

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপি   সর্বভারতীয় বৈদিক সম্মেলন সম্পন্ন হল। বৃহস্পতিবার সম্মেলনের তৃতীয় দিনের অন্তিম সত্রের সত্রাধ্যক্ষ রূপে মঞ্চে ছিলেন মহর্ষিসান্দিপনী বেদবিদ্যা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ড. প্রফুল্লকুমার মিশ্র। মুখ্য অতিথি অধ্যাপক সত্যনারায়ণ চক্রবর্তী, বিশিষ্ট অতিথি অধ্যাপক দীপককুমার শর্মা এবং কমল শর্মা মঞ্চে ছিলেন। অন্তিম সত্রের সঞ্চালক সংস্কৃত বিভাগের অধ্যাপক শান্তি পোখরেল বেদমন্ত্র পাঠের দ্বারা সত্রের সূচনা করেন। অতঃপর সংস্কৃত বিভাগের বিভাগীয় অধ্যক্ষ অধ্যাপিকা স্নিগ্ধা দাস রায় অতিথিদের বরণ করেন। সম্মেলনে সর্বমোট ৫১টি শোধপত্রিকা প্রস্তুত করা হয়। বিভাগীয় অধ্যক্ষ শোধকর্তা তথা শোধপত্রিকার নাম উল্লেখ করে বিষয়গুলোর গুরুত্ব বর্ণনা করেন। অধ্যাপক দীপক শর্মা সম্মেলনের সফলতা তথা বরাক উপত্যকার সঙ্গে তাঁর আন্তরিকতার কথা উল্লেখ করেন এবং স্বরচিত পুস্তক বিভাগকে দান করেন। অধ্যাপক সত্যনারায়ণ চক্রবর্তী এই প্রদেশকে বৈষ্ণবদের ধরণী বলে আখ্যায়িত করেন এবং অত্যন্ত নিপুনতার সঙ্গে সঠিক শব্দের চয়ণ ও তার প্রয়োজন সম্পর্কে সভায় উপস্থিত সবার মনোসংযোগ ঘটান। তিনি বিভাগকে স্বরচিত পুস্তক উপহার স্বরূপ প্রদান করেন।

কমল শর্মা সংস্কৃত ভাষার প্রচার ও প্রসার নিয়ে বক্তব্য রাখেন। অতঃপর ড. প্রফুল্লকুমার মিশ্র স্বকীয় বক্তব্যে বরাক উপত্যকার পান্ডুলিপি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষকদের পান্ডুলিপি নিয়ে গবেষণায় উৎসাহিত করেন। বিভাগের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে প্রোফেসর শান্তি পোখরেলের স্বরচিত পুস্তক প্রদান করা হয়। অবশেষে আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ শর্মা বৈদিক সম্মেলনের পূর্ণ সফলতার জন্য সহযোগকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্তরের অন্তিম পর্বে ঐক্য মন্ত্রের দ্বারা ত্রিদিবসীয় অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।
প্রতিবেদন : পিএনসি, শিলচর।

Author

Spread the News