সাংবাদিকদের উপর আক্রমণ, ধৃত তিন অভিযুক্ত
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় অবশেষে তিন অভিযুক্তকে আটক করল ত্রিপুরা পুলিশ। রবিবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনি এলাকায় একদল দুর্বৃত্তের হাতে আক্রান্ত হন কর্তব্যরত বেশ ক’জন সাংবাদিক। চাঞ্চল্যকর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশের আইজি আইন-শৃঙ্খলা অনুরাগ ধ্যান করের সঙ্গে দেখা করে ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পরে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হয়। এতে নড়েচড়ে বসে পুলিশ। এদিনই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ।
মঙ্গলবার তাদেরকে আদালতে তোলে রিমান্ডে নেওয়া হয় বলে জানিয়েছন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। পুলিশের এহেন সময়োচিত পদক্ষেপে খুশি ব্যক্ত করেছেন রাজ্যের কর্তব্যরত সাংবাদিকরা।