৫১ জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ, খুশি জুনিয়ররা

১১ সেপ্টেম্বর : জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের মাঝেই আরজি করের ৫১ জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ জারি করল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ও এমএসভিপি ওই নোটিশ জারি করেন। যাঁদের হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন সিনিয়ার রেসিডেন্ট, হাউস স্টাফ, রিসার্চ সায়েন্টিস্ট, ইন্টার্ন, স্নাতক ও স্নাতকোত্তর ডাক্তার। বুধবার তদন্ত কমিটির সামনে হাজিরা দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার পর তাঁরা হাসপাতালে ঢুকতে পারবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। এঁরাই জুনিয়ারদের বিভিন্নরকম মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের ওপর মানসিক নিপীড়ন ও ভয় দেখানোর অভিযোগ উঠছিল। আরজি করের ঘটনার পর বিষয়টি আরও বেশি করে প্রকাশ্যে আসে। গত বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এনিয়ে তুমুল বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। চাপে পড়ে ছুটিতে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেলের ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও এক আরএমও-কে। তাঁদের বিরুদ্ধে আরও শাস্তির সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে তিন হাউস স্টাফ সহ ৯ জনকে সাসপেন্ড করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিল এমন কড়া সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যে হইচই শুরু হয়েছে। তবে শুধু উত্তরবঙ্গ মেডিকেল নয়, রাজ্যের সমস্ত মেডিকেলেই এ ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ। ইতিমধ্যেই যাঁরা এই ‘থ্রেট কালচার’-এর সঙ্গে জড়িত, তাঁদের তালিকা তৈরি করেছে বিভিন্ন হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।

এদিন আরজি করের যে ৫১ জনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা সহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠছিল। আরজি করের নতুন অধ্যক্ষ ও এমএসভিপি নোটিশ জারি করে তাঁদের হাসপাতালে ঢুকতে নিষেধ করেছেন। বুধবার তদন্ত কমিটির কাছে তাঁদের জবাবদিহি করতে হবে। যে সমস্ত অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে সেই বিষয়ে উত্তর দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। এরপরই হাসপাতালে ঢুকতে পারবেন তাঁরা।

এই সিদ্ধান্তে রীতিমতো খুশি আন্দোলনরত ডাক্তাররা। ডাক্তার শামস মুসাফির বলেন, ‘অনেক আগেই এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল। দীর্ঘদিন ধরেই হাসপাতালে এঁদের দাপটে রীতিমতো আতঙ্কে ছিলেন জুনিয়াররা। হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি জুনিয়ার ডাক্তাররা।’ এই ৫১ জন ডাক্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

৫১ জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ, খুশি জুনিয়ররা
৫১ জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ, খুশি জুনিয়ররা

Author

Spread the News