বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : ত্রিপুরা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে পরিচালিত এই অভিযানে প্রায় ৭ হাজার গাঁজা গাছ কেটে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মরসুমে যাত্রাপুর থানা এলাকার মধ্যে এ পর্যন্ত মোট ১৫ দফায় গাঁজা বাগান ও নার্সারিতে অভিযান চালিয়েছে পুলিশ ও বিএসএফের জওয়ানরা।
যাত্রাপুর থানা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত জগত রামপুর এলাকার দক্ষিণ তৈছমা কলোনি সংলগ্ন জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ চলছিল। সেখানে প্রায় ছয় থেকে সাতটি পৃথক প্লটে গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় বলে জানান থানার ওসি।
এই অভিযানে পুলিশ ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল এবং ১১ নম্বর টিএসআর বাহিনীর জওয়ানদের নিয়ে মোট ২০ জনের একটি দল অংশগ্রহণ করে। প্রায় তিন ঘণ্টা ধরে কোনো রকম বাধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। পরে যৌথ বাহিনী নিরাপদে থানায় ফিরে আসে।
এ বিষয়ে যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন জানান, মাদক নির্মূলের লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


