এবার লখিমপুরে সুদখোরের বিরুদ্ধে পুলিশের অভিযান
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : এবার লখিমপুরে সুদখোরের বিরুদ্ধে অভিযান পুলিশের। আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। রবিবার রাতে সুদখোদের বিরুদ্ধে অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মুনীন্দ্র দেউরির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকুয়াখানা থানার ওসি কুলদীপ গগৈর নেতৃত্বে রাত ১১টা নাগাদ দলটি গোবিন্দপুর গ্রামে অবৈধ ঋণদাতা রাজীব কোচের ব্যবসায়িক সহকারী তিলেশ্বর দত্ত ওরফে রামজির বাড়িতে অভিযান চালায়।
মধ্যরাতে দত্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ঢাকুয়াখানা সদরের পিএনবি কমপ্লেক্সে তার অফিসে তল্লাশি চালায়। তল্লাশিকালে গ্রাহকদের কাছ থেকে শতাধিক এটিএম কার্ড, পাসবুক, চেক ও ফাঁকা কাগজে স্বাক্ষর করা চিঠি উদ্ধার করা হয়।
একটি দল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে একই কমপ্লেক্সে অবৈধ ঋণদাতা রামু জৈনের বাড়িতে তল্লাশি চালায়। তারা সুদখোর জৈনের অফিসের চাবিও বাজেয়াপ্ত করে এবং রাতের প্রথম প্রহরে অভিযান শেষ করে। দুই সুদগ্রহীতা, ভবেন দুয়ারী এবং রামু জৈন অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না।