রবি-সোম এক ঘণ্টা পর পর লোডশেডিং হবে হাতিখিরা বৈদ্যুতিক সাব স্টেশনে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : রবি ও সোমবার এক ঘণ্টা পর পর লোডশেডিং করা হবে পাথারকান্দি হাতিখিরা বৈদ্যুতিক সাব স্টেশনের অন্তর্গত এলাকায়। কেননা লোয়াইরপোয়া এপিডিসিএলের হাতিখিরা বৈদ্যুতিক সাব স্টেশনে নতুন পাঁচ এমভি ট্রান্সফর্মার বসানো হয়েছে। নতুন ট্রান্সফর্মার চার্জ হতে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।
শনিবার লোয়াইরপোয়া এপিডিসিএলের এসডিই ওয়াই বুদ্ধচন্দ্র সিংহ সংবাদ মাধ্যমে জানান, হাতিখিরা সাব স্টেশনের দু’টি ট্রান্সফর্মারের মধ্যে একটি বিকল ছিল। ফলে নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছে। একটি নতুন ট্রান্সফর্মার চার্জ হতে সময় লাগে প্রায় ৪৮ ঘণ্টা। ফলে রবি ও সোমবার এক ঘণ্টা পর পর লোডশেডিং করতে হবে। এতে এলাকার তিলভূম, রাঙ্গামাটি, চান্দখিরা ও হাতিখিরা ফিডারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহে অন্তরায় হবে। তবে সোমবার রাত থেকে বৃহত্তর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বিষয়টি নিয়ে সবাইকে অবগত করতে বিভাগীয় তরফে মাইকযোগে এলাকার স্থানে স্থানে শনিবার সন্ধ্যায় প্রচারও করা হয়। মূলত বৃহত্তর এলাকার গ্রাহকদের মধ্যে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে লোয়াইরপোয়া এপিডিসিএলের হাতিখিরা সাব স্টেশনে বসানো হয়ছে নতুন পাঁচ এমভি ট্রান্সফর্মার।