রাজ্য টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে শিলচরের ৫টি পদক

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ৩৮তম রাজ্য টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে পদক জিতলো শিলচরের পাঁচ খুঁদে খেলোয়াড়। এরমধ্যে রৌপ্য পদক জিতল চারজন এবং একজন ব্রোঞ্জ। এক বিবৃতিতে অ্যাকাডেমির সচিব রমি শেখ জানান, প্রতিযোগিতা গুয়াহাটির আর জি বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ১১-১৩ নভেম্বর। টুর্নামেন্টে শিলচর ৭২০ টাইকোয়ান্ডো অ্যাকাডেমির ১১ খেলোয়াড় অংশ নেন।

বৃহস্পতিবার দলটি শিলচর পৌঁছার পর দলকে সংবর্ধিত করেন অ্যাকাডেমির কর্মকর্তারা। রৌপ্য পদক জেতার মধ্যে রয়েছেন সায়ন দেব, খুমান পারি সেনা, অক্সিতা দেব, কৃতিকা নেওগ। ব্রোঞ্জ জেতেন বার্সিলোনা ফুকন। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন অজিত দাস। ম্যানেজার ছিলেন মনালি দাস।

রাজ্য টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে শিলচরের ৫টি পদক

Author

Spread the News