করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে শিশু দিবস উদযাপন
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং শিশু ও মহিলা কল্যাণ বিভাগ তথা নেতাজি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১ টায় নেতাজি স্পোর্টিং ক্লাব পরিচালিত কর্ণমধুস্থিত দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে শিশু দিবস উপলক্ষে নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে নেতাজি স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভাপতি সঞ্জয় শীলের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু সুরক্ষা ইউনিট কার্যালয়ের প্রোগ্রাম অফিসার দেবযানী দাস, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশীষ চন্দ্র দেব, সিডব্লুউসি সদস্য হিমাদ্রি দাস, জুভিনাইল জাস্টিস বোর্ডর সদস্যা ঝুমা দাস, অর্পিতা দেব ও রূপম দাস প্রমুখ অংশ গ্রহণ করেন। অতিথিরা শিশু দিবস উপলক্ষে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারপর আর্ট অ্যান্ড ক্রাফট শিক্ষয়িত্রী বর্ণালী চন্দ হোমের শিশুদের নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী আয়োজন করেন।
অনুষ্ঠানে শিশু গৃহের শিশুদের সঙ্গে চিল্ড্রেন হোমের কর্মী, নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য ও অতিথিরা একত্রে কেরামবোর্ড, দাবা ও চেয়ারদৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরো দিনব্যাপী এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়, তাদের মধ্যে কেরাম বোর্ড খেলায় প্রথম বিকি দাস, দ্বিতীয় রাজা গৌরা। পাশাপাশি, দাবা প্রতিযোগিতায় প্রথম বিকি দাস, দ্বিতীয় আকাশ দাস এবং চেয়ার দৌড়ে প্রথম পূজা কর এবং দ্বিতীয় শিশু গৃহের হাউস ফাদার বিশ্বজিৎ কর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে বিশিষ্ট অতিথি জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব নিকুঞ্জ বড়ো অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশু দিবস উপলক্ষে সারগর্ভ বক্তব্য রাখেন। পাশাপাশি নিকুঞ্জ বড়ো সহ দেবযানী দাস, দেবাশিসচন্দ্র দেব ও ঝুমা দাস প্রমূখ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উৎসব মুখর এই অনুষ্ঠান পরিচালনা করেন চিল্ড্রেন হোমের সুপারিনটেনডেন্ট দেবব্রত দাস ও বিশ্বজিৎ দাস। তারপর শিশু দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বাম শিশুদের সঙ্গে আলোচনা করেন।
এদিনের প্রতিযোগিতা পরিচালনা করেন অনিরুদ্ধ নন্দী ও ব্রজেন্দ্র দাস। দিনের শেষে ভূমিকা সামাজিক সংস্থার সদস্যারাও অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের উৎসাহিত করে।