দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় দুর্ঘটনা, হত ৪৭

২৯ ডিসেম্বর : কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা ঘটল। এতে ৪৭ প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার ব্যাঙ্কক থেকে সেখানে ফিরছিল জেজু এয়ার সংস্থার বিমান। ১৮১ জনকে নিয়ে নামার কথা ছিল বিমানটির। যাদের মধ্যে ১৭৫জন ছিলেন যাত্রী এবং ছয়জন ছিলেন বিমানের কর্মী। সব ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটে নামার ঠিক আগের মুহূর্তে।

বিমানবন্দরের রানওয়েতেই দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। জানা গিয়েছে দেওয়ালে ধাক্কা লাগার পরেই আগুন জ্বলে উঠে বিমানটিতে, তারপরেই সেটি ভেঙে পড়ে রানওয়ের উপরে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন ৪৭জন। যদিও বিমান সংস্থার তরফে এখনও মৃতের সংখ্যা নিয়ে কিছু জানানো হয়নি। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। নেভানো হয়েছে বিমানের আগুন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? খতিয়ে দেখা হচ্ছে তাও।

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় দুর্ঘটনা, হত ৪৭

Author

Spread the News