শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব নিয়ে শহরকে সাজিয়ে তোলার অঙ্গীকার বিশ্বরূপ

বরাক তরঙ্গ, ২৯ মে :  শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি হিসেবে দায়িত্ব সমঝে নিলেন। বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে শহরের সার্বিক উন্নয়নে গতি আনার অঙ্গীকার করলেন বিশ্বরূপ ভট্টাচার্য। শহরের যানজট সমস্যা সমাধানের পাশাপাশি একটি বড় প্রকল্পের মাধ্যমে নটিয়াখালকে এমন রূপ দেওয়া হবে সবাই দেখবে। তিনি বলেন, বিকেলে সবাই যাতে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারেন এভাবেই তৈরি করা হবে।

শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব নিয়ে শহরকে সাজিয়ে তোলার অঙ্গীকার বিশ্বরূপ

প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী চেয়ারম্যান দেবব্রত সাহা কার্যালয়ে তাকে স্বাগত জানান। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক, কর্মী সহ এডিসি  মিনার্ভা দেবী। এদিন বিপিন চন্দ্র পাল ভবনে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক সভা। সভায় বিশ্বরূপ ভট্টাচার্য শহরের সুন্দরতা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।  রাজ‍্য  সরকারের সহযোগিতায় এটিকে বাস্তব করতে চান।

শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব নিয়ে শহরকে সাজিয়ে তোলার অঙ্গীকার বিশ্বরূপ

এছাড়া যেভাবেই হোক বাস টার্মিনাস চালুর কথা জানান। এজন্য মুখ‍্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিধায়ক ও সাংসদদের দ্বারে পড়ে থাকবেন। তবুও এটি চালু করতে হবে। শহরের যানজট সমস্যা কমাতে হবে। তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে প্রথম তিন বছরে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করবেন। বাকি দুবছর অন‍্যান‍্য কাজের জন্য রেখেছেন। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের তরফে অন্বেষা খেরসা, নগর উন্নয়ন বিভাগে র যুগ্ম সঞ্চালক সুপ্রিয় দেব, প্রাক্তন বিধায়ক সুখেন্দুশেখর দত্ত, রবীন্দ্র দেব, কৃষ্ণ দাস, শিপ্রা গুণ, অমরেশ রায় সহ অন‍্যান‍্যরা।

Author

Spread the News