সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হল মা মেয়ে পর্যটকের
২৯ ডিসেম্বর : ঘুরতে গিয়ে পূর্ব সিকিমের পকিয়ঙ জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। জানা গেছে, ৬ জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি আরিটার থেকে রোলেপের দিকে যাচ্ছিল। পথে লামাটেন বলে একটি জায়গায় সন্ধে ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িতে থাকা ছয় জন পর্যটক-এর মধ্যে একজন ছাড়া বাকি সকলেই কমবেশি আহত হন।
গুরুতর চোটের কারণে মৃত্যু হয়েছে আড়াই বছরের শ্রীনিকা শ্যামল ও তার মা পায়েল শ্যামলের। তারা কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় গাড়িচালকদের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।