শিলচর পঞ্চায়েত শনিপূজায় ভিড়
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শিলচর পঞ্চায়েত রোডে নবগ্রহধিপতি শনিপূজা অনুষ্ঠিত। পূজার ৫০০ জন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা জানান প্রত্যেক বছরের ন্যায় এবছরও আনন্দ উল্লাসের সঙ্গে নবগ্রহধিপতি শনিপূজা আয়োজন করেন এবং আশ্রম রোড, পঞ্চায়েত রোড, চেংকুড়ি রোডের জনগণের সহযোগিতায় শনিপূজা অনুষ্ঠিত করতে পেরেছেন তার জন্য আয়োজকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।