গোয়াল ঘরে গরুর উপর আক্রমণ, নেই জিহ্বা, ফের বাঘের আতঙ্ক দক্ষিণ ধলাইয়ে
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দু’দিন ধরে বাঘের আতঙ্কে তাড়া করছিল গ্রামবাসীকে। বৃহস্পতিবার একটি বিরল প্রজাতির বিড়ালও ধরা পড়ে। এরমধ্যে শুক্রবার সকালে এক ভয়ঙ্কর ঘটনা চোখে পড়ল এক পরিবারের। দক্ষিণ ধলাইয়ের রাজনগরের নেনু মিয়ার গোয়াল ঘরে উদ্ধার হয় রক্তাক্ত অবস্থায় মৃত গরুর। এ ঘটনায় বাঘের আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
জানা যায়, ঘুম থেকে উঠে নেনু মিয়ার পরিবার দেখতে পান গোয়াল ঘরে বাধা গরুটির মাথার নিচের দিকে মস্ত একটি ঘাও রয়েছে। কোন হিংস্র প্রাণী গরুটির জিহ্বা খেয়ে নিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই জড়ো হন মানুষ। ফের বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কৌতুহলি মানুষ বাঘের পায়ের ছাপ আবিষ্কারও করেন। বিষয়টি জানানো হয় বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জ কার্যালয়ে।
উল্লেখ্য, গতকাল একই এলাকায় উদ্ধার হয়েছিল একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। গ্রামবাসী প্রাণীটিকে ব্যাঘ্র শাবক বলে ধারণা করে প্রাণীটিকে ধরে রেখেছিলেন। পরবর্তীতে বন বিভাগে খবর দিলে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। তখন বনকর্মী দিলীপ সিনহা জানিয়েছিলেন প্রাণীটি ব্যাঘ্র শাবক নয় এটি একটি কাঠবিড়াল। বন বিভাগ প্রাণীটিকে কাঠবিড়ালি বললেও গ্রামবাসী মানতে নারাজ ছিলেন। আজকের ঘটনায় গ্রামবাসীর ধারণা নিজের শাবক খুঁজে না পেয়ে গরুর উপর আক্রমণ করেছে বাঘ। গরুর মৃত্যুর সঠিক কারণ উন্মোচনে বন বিভাগ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন গ্রামবাসী।