বেআইনি সোনার বড়সড় মজুত উদ্ধারে আগরতলায় চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর যৌথ অভিযানে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিপুল পরিমাণ বেআইনি সোনা ও নগদ অর্থ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শহরের শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

আসাম রাইফেলস সূত্রে জানানো হয়েছে, অভিযানে মোট ১৪ কিলোগ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে হিসেববহির্ভূত নগদ ২ কোটি ৮৭ লক্ষ টাকাও উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থ একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে এই বেআইনি কারবার দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারী সংস্থাগুলির। অভিযান চলাকালীন সংশ্লিষ্ট কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর পুরো বিষয়টি নিজেদের হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সোনা ও নগদ অর্থের উৎস, চোরাচালানের রুট এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জোরদার তদন্ত চলছে। প্রয়োজনে আরও অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলে সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর চোরাচালান রুখতে আসাম রাইফেলস ও ডিআরআই যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। আগরতলায় এই বিপুল পরিমাণ উদ্ধার সেই প্রচেষ্টারই একটি বড় সাফল্য বলে মনে করছেন নিরাপত্তা ও গোয়েন্দা মহল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *