সীমান্তে গুলিবিদ্ধ যুবক, হাসপাতালে ভর্তি

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : বিএসএফের গুলিতে গুরুতর হলেন এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার ব্রজেন্দ্রনগর সীমান্তে। সোমবার জানা যায়, আকাশ দাস নামে এক যুবক সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সূত্রে আরও জানা যায়, বছর ২৫ এর আকাশ দাসের বাড়ি পানিসাগরে। তিনি বাড়ি থেকে ধর্মনগর হয়ে কদমতলার ব্রজেন্দ্রনগর বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময়  ৯৭ নং ব্যাটেলিয়নের BSF জওয়ানের গুলিতে গুরুতরভাবে আহত হয়। আকাশ তার বোনের বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আকাশ। তার বাবার নাম গোপাল দাস। তবে এই বিষয়ে বিএসএফ আধিকারিকরা এখনও কিছু জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *