কাটাখালে বাস ও অল্টোর মুখোমুখি, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল কাটাখালে। বুধবার কাটাখাল- শালচাপড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আল্ট্রা বাস এবং একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। সংঘর্ষের মধ্যে একটি স্কুটিও ঢুকে পড়ে। এতে স্কুটির আরোহী বরাত জোরে রক্ষা পান। সংঘর্ষে অল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অল্টোর চালকের আসনে বসা কুমার গৌরব দেবের (৩৭) ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। গৌরব পাঁচগ্ৰামের এক যুবক। তিনি পেশায় একজন জিআরএস কর্মী।
জানা যায়, শিলচর দিক থেকে কুমার গৌরব অল্টো গাড়ি নিয়ে ফিরছিলেন। শালচাপড়ায় পৌঁছলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা শিকার হন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।