বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : রাজ্যে বেপরোয়া ডাম্পার চালকদের দৌরাত্ম্য যেন কোনওভাবেই থামছে না। সেই দৌরাত্ম্যের বলি হলেন আরও এক তরুণী। সোমবার সকালে দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুটি সজোরে ছিটকে পড়ে করুণভাবে প্রাণ হারান মরিগাঁওয়ের এক যুবতী।
ঘটনাটি ঘটেছে মরিগাঁও জেলার ধুরসা সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত তরুণী স্কুটিতে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা অতিদ্রুতগতির একটি ডাম্প ট্রাক স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় স্কুটি রাস্তার পাশে ছিটকে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত তরুণীর নাম টিনা দেবী। জানা গেছে, তিনি মরিগাঁও জেলার কপাহেরা গ্রামের বাসিন্দা। তরুণীর আকস্মিক মৃত্যুতে অঞ্চলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে নেমে এসেছে গভীর বেদনার ছাপ।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ডাম্পারের বেপরোয়া চলাচল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এলাকায় নিয়মিতভাবেই অতিরিক্ত গতিতে চলাচল করে ডাম্পার ও ভারী গাড়ি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।


