অরুণোদয় তালিকা থেকে নাম বাদ, ক্ষুব্ধ ভৈরবপুরের গ্রামবাসী, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২১ মে : অসম সরকারের জনপ্রিয় সামাজিক কল্যাণ প্রকল্প অরুণোদয় থেকে বহু পুরনো হিতাধিকারীর নাম বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে কাছাড় জেলার কাটিগড়া কেন্দ্রের অলইচিরিপা অঞ্চলের ভৈরবপুর গ্রামের বাসিন্দারা। সদ্য প্রকাশিত তালিকায় ৪ নম্বর ওয়ার্ডের বহু দরিদ্র পরিবারের নাম বাদ পড়ায় তাঁরা চরম হতাশ ও বিক্ষুব্ধ।

প্রকল্প থেকে বাদ পড়া একাধিক পরিবারের সদস্যরা জানান, এতদিন তাঁরা এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা ও ওষুধপত্র চালিয়ে আসছিলেন। হঠাৎ করে তালিকা থেকে নাম বাদ পড়ায় তাঁদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা উপেন্দ্র রায় বলেন, “কোনও পূর্বঘোষণা ছাড়াই আমাদের নাম কেটে দেওয়া হয়েছে। আমরা চাই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক।” একইরকম অভিযোগ তুলেছেন সুজয় নাথ, বীরেন্দ্র রায়, মধুমিতা নাথ, সান্তনা রায়, শুক্লা নাথসহ আরও অনেকে। গ্রামবাসীর অভিযোগ, একই পরিবারের একাধিক সদস্যের নাম তালিকায় থাকলেও প্রকৃত গরিব পরিবারগুলির নাম বাদ পড়েছে। এমনকি এমন কিছু ব্যক্তির নামও তালিকায় রয়েছে, যারা স্বচ্ছল অথবা বিবাহসূত্রে অন্যত্র বসবাস করছেন।

অরুণোদয় তালিকা থেকে নাম বাদ, ক্ষুব্ধ ভৈরবপুরের গ্রামবাসী, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

তাঁরা আরও অভিযোগ করেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে চরম গাফিলতির পরিচয় দিয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের একাংশ সদস্য স্বজন পোষণের অভিযোগ তুলেছেন। তাঁদের বিরুদ্ধে স্বজনপোষণ ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তুলেছেন বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসী মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাপ্রাপকের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

Spread the News
error: Content is protected !!