দু’দিনের গানমেলার আসর শুরু শিলচরে

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : অন্য়ান্য বছরের ন্যায় এবছরও ইংরেজি বর্ষশেষে শিলচর শহর মেতে উঠল গানে গানে। সমকাল ও স্বরলিপি দু’টি সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় দু’দিনের গানমেলার আসর বসেছে শিলচরে। শনিবার সকালে শিশুমেলার মধ্য দিয়ে ইংরেজি বর্ষশেষ নতুন বছর উদযাপনের ব্যতিক্রমী আঙ্গিকেই শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে যাত্রা শুরু করে এই গানমেলা। প্রদীপ জ্বলিয়ে শনিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সেতারবাদক রতন বিশ্বাস, বিশেষ অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেব রায় ও জেলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। মঞ্চে উদ্বোধক-অতিথি ও আয়োজক সংস্থার কর্মকর্তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, যৌথভাবে এই দুই সংস্থার ব্যবস্থাপনায় এবার গানমেলা এবার বারো বছরে পা দিয়েছে। মূলত ইংরেজি নতুন বছর উদযাপনের চালু ‘রীতি’ থেকে বেরিয়ে বাংলা গানের মাধ্যমে সাঙ্গিতিক পরিবেশে শিল্পী ও শ্রোতা-দর্শকক এবং উঠতি প্রজন্মের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার উদ্যেশ্যে এই আয়োজন। প্রথম সন্ধ্যায় ছিল কীর্তন গানের বিশেষ অনুষ্ঠান। এরপরের শিল্পী তালিকায় ছিলেন সুকণ্ঠী নানা বয়সী গুণী শিল্পীরা। তাঁরা হলেন নীলাঞ্জন পাল, সীমা পুরকায়স্থ, শেলি সিনহা, বিশ্বরাজ ভট্টাচার্য, রাজমোহন দাস, জয়দীপা চক্রবর্তী, অরুন্ধতী দত্ত রায়, সন্দীপ আচার্য, বাপি রায়, সায়ন বিশ্বাস,পিয়ালি পাল, মঙ্গলা নাথ, দেবপ্রিয় নাথ, দোলন পালিত,কুনাল সাহা, প্রমুখ। তাছাড়া বৃন্দগানের তালিকায় ছিল সমকাল ও স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা।শিল্পীদের তবলায় সঙ্গত করেন বিশ্বজিত দেব, অক্টোপ্যাডে মনোতোষ দাস এবং সিন্থেসাইজারে হৃষীকেশ চক্রবর্তী।

রবিবার অর্থাৎ,পয়লা জানুয়ারিও থাকছে একই ধাঁচের অনুষ্ঠান। এবারও এই আসরে থাকছেন উপত্যকার আমন্ত্রিত শিল্পীদের দেখা গেলেও সে অর্থে ‘বিশিষ্ট’ বা ‘প্রতিষ্ঠিত’ শিল্পীদের দলীয় ও একক অনুষ্ঠানে সব মিলিয়ে গান গাইবেন ১৫২ জন গাইয়ে। এবার প্রাধান্য দেওয়া হচ্ছে বরাকের বিভিন্ন স্থানের শিল্পীদের। ১ জানুয়ারি দু’দিনের আসর শেষ হবে সঞ্জয় বাউল পরিবেশিত অনুষ্ঠান দিয়ে।

Author

Spread the News