আসাম বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ২১ তম সমাবর্তন শুরু
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ২১ তম সমাবর্তন শুরু হল। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্তমঞ্চে সকাল ১১টা ৩০ মিনিট থেকে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্য প্রদেশের ড. হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল (প্রাক্তন) অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষকিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় সহ অন্য পদস্থ আধিকারিকরা।
এদিন ডিলিট, পিএইচডি, এমফিল, এমএ,এম কম, এমএসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রম, পাঁচ বছরের সুসংহত পাঠ্যক্রম, বিভিন্ন বৃত্তিমূলক পাঠ্যক্রম সহ স্নাতক বিজ্ঞান ও বাণিজ্য শাখার উত্তীর্ণদের মিলিয়ে মোট ৪৪৬২ জনকে ডিগ্রি প্রদান করা হয়।
উল্লেখ্য, দু’দিনব্যাপী আয়োজিত এই সমাবর্তনে মোট ৭৭৫৮ জনকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হবে। দ্বিতীয় দিন স্নাতক কলা শাখার ৩২৯৬ জনকে ডিগ্রি প্রদান করা হবে। দু’দিনই প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেবেন মধ্যপ্রদেশের ড. হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা নীলিমা গুপ্তা।
এছাড়াও এ বারের সমাবর্তনে তিনজন কৃতবিদ্যকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) প্রদান করা হবে। মূল্যবোধের শিক্ষায় অসামান্য অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন দিগন্তবিশ্ব শর্মা। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে পদ্মশ্রী রংবং তেরংকে। শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হচ্ছে কবীন্দ্র পুরকায়স্থকে।
এ দিকে, সমাবর্তনের প্রথম দিন সকালে দু’টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সকাল সাড়ে ন’টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করা হয়। বেলা দশটায় সংস্কৃত বিভাগের ভবনের সামনে প্রয়াত অধ্যাপিকা স্বপ্না দেবীর স্মৃতিতে প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সমাবর্তনের দ্বিতীয় দিন সন্ধ্যা ছ’টা থেকে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।