চুরাইবাড়িতে গাঁজা সহ পাচারকারী আটক ত্রিপুরা পুলিশের হাতে

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আবারও ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশের তল্লাশিতে ধরা পড়লো লরি সহ ত্রিশ লক্ষ টাকার গাঁজা ও এক পাচারকারী। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ত্রিপুরা রাজ্যের রাজধানীর শহর আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী AS17C/6042 নম্বরের একটি বারো চাকার লরি চুরাইবাড়ি ত্রিপুরা থানার সামনে আসলে পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটি থামার জন্য সিগন্যাল দিলে লরি চালক গাড়ি দাঁড় করায়। কিন্তু পুলিশি সিগন্যাল দেখে চালক লরি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লরিটিতে তল্লাশি চালালে লরির কেভিনের উপরের থাকা গোপন কক্ষে গাঁজার সন্ধান পায়। এসময় থানার  সামনে ঘুরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। তার নাম নুর ইসলাম (৪০)।বাড়ি পানিসারের রৌয়া এলাকায়।

শুক্রবার সকাল এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে এসে উপস্থিত হলে আটক করা লরি থেকে গাঁজা গুলো উদ্ধার করা হয়। ছোট বড় মোট চব্বিশ প্যাকেটে একশো দশ কেজি গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

চুরাইবাড়িতে গাঁজা সহ পাচারকারী আটক ত্রিপুরা পুলিশের হাতে
চুরাইবাড়িতে গাঁজা সহ পাচারকারী আটক ত্রিপুরা পুলিশের হাতে

Author

Spread the News