রেমাল : ভেঙে পড়ল গাছ স্কুলবাস সহ বিভিন্ন বাহনের উপর

বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমাল রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রভাব পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ। স্কুলবাস, পার্কিং করে রাখা বিলাসবহুল গাড়ি, অটো সহ যানবাহনের উপর ভেঙে পড়ে গাছ। ঢেকিয়াজুলীর সেন্ট উচুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী আল্ট্রা বাসে গাছ পড়ে। মঙ্গলবার নয়া নির্দেশ মতে সকাল সাড়ে সাতটায় বাসটি পড়য়াদের নিয়ে স্কুলের সামনে পৌঁছলে এমন বিপত্তি ঘরে। স্কুলে প্রবেশ করার সময় এই ভয়ঙ্কর ঘটনার মুখে পরে বাসটি।

রেমাল : ভেঙে পড়ল গাছ স্কুলবাস সহ বিভিন্ন বাহনের উপর
গুয়াহাটি মহানগরের শান্তিনগরের ছবি।

এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢেকিয়াজুলী মানবর নাথ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেমাল : ভেঙে পড়ল গাছ স্কুলবাস সহ বিভিন্ন বাহনের উপর
শিলচর শ্মশানরোডের কাণ্ড।

এ দিকে, গুয়াহাটি মহানগরের শান্তিনগরের কয়েকটি পার্কিং করে রাখা বিলাসবহুল গাড়ির উপর ভেঙে পড়ে বিশাল গাছ। ব্যাপক ক্ষতি হয় বাহনগুলো। গুয়াহাটি শহরের পান্ডুতে বিদ্যামন্দির এইচএস স্কুলের একটি বড় গাছ উপড়ে রাস্তা অবরোধ করেছে৷ অসম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধারকারীরা রাস্তা পরিষ্কার করছে। একটি বাড়ির সীমানার দেওয়া ধ্বংস করা হয়েছে।

রেমাল : ভেঙে পড়ল গাছ স্কুলবাস সহ বিভিন্ন বাহনের উপর
ডিমা হাসাও জেলার ঘটনা।

পান্ডু-সাব পোস্ট অফিস ক্যাম্পাসটি একটি পুরানো গাছ ভেঙে আংশিকভাবে ভবন এবং প্রাচীর ক্ষতিগ্রস্ত হওয়ায় ধ্বংস হয়ে গেছে। শিলচরে শ্মশানরোডে একটি অটোর উপর গাছ ভেঙ্গে পড়ে। নগাঁওয়ে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। মায়ঙে স্কুলের পাশে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ডিমা হাসাও জেলাও এমন ঘটনা ঘটেছে। বাহনের উপর ভেঙে পড়েছে গাছগাছালি।

Author

Spread the News