বিশাল ভজন শোভাযাত্রায় কাঁপল শিলচর শহর

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সামনে রেখে রাম-লক্ষণ-সীতা সহ হনুমান সাজিয়ে বিশাল ভজন শোভাযাত্রা বের হল শিলচর শহরে। শুক্রবার সন্ধ্যায় শিলচর ডিএসএ ময়দান থেকে বিভিন্ন সংস্থা ও সংগঠন জনসাধারণের সহযোগিতায় বিশাল ভজন শোভাযাত্রা বের হয়। শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি ফের ডিএসএ ময়দানে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় রাম ভজনে গোটা শিলচর শহর রাম নামে মুখরিত হয়ে উঠে। অংশগ্রহণকারীদের হাতে হাতে গেরুয়া ধ্বজ সহ আনন্দ উল্লাসের সঙ্গে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দক্ষিণ অসম প্রান্ত সম্পর্ক প্রমুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ক্ষৌণীশচন্দ্র চক্রবর্তী, বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ বিশিষ্ট জনেরা।

বিশাল ভজন শোভাযাত্রায় কাঁপল শিলচর শহর

বক্তব্য রাখতে গিয়ে ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন নিয়ে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন। শোভাযাত্রায় প্রায় পাঁচ হাজার সনাতনী ধর্মাবলম্বী লোক অংশ নেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News